Wednesday, 25 December 2024

শরণখোলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ঘুমের মধ্যে মৃত্যু

 

  শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে চিকিৎসাধিন থাকার পর ঘুমরত অবস্থায় কাজল রানী বিশ্বাস(৫৫) নামের এক মহিলা মৃত্যু বরণ করেছে। গত (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করে। 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালি গ্রামের হরষিত বিশ^াসের স্ত্রী কাজল রানী বিশ্বাস গত ১৭ ডিসেম্বর জ¦রে আক্রান্ত হয়। পরে চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তিনি জেঙ্গুতে আক্রন্ত। কাজল রানীর ছেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকায় তাকে গত ২৩ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

ছেলে পল্লব বিশ্বাস জানায়, তার মায়ের গত একদিন আগে ডেঙ্গু নেগেটিভ আসলেও তিনি কাশির সমস্যায় ভুগছিলেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার মা ঘুমিয়ে পড়লে বাবা হাসপাতালের বাহিরে ব্যক্তিগত কাজে বের হন। পরে পল্লব বিশ^াস হাসপাতালের বেডে এসে ঘুমরত মাকে ডাকাডাকি করলে তিনি সাড়া না দেওয়ায় ডাক্তার ডাকেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, পরীক্ষা নিরিক্ষার টেষ্টে কাজল রানীর প্লাটিলেট ১ লক্ষ ৩২ হাজার ছিলো এবং অন্যান্য উপসর্গও ভালো ছিলো। তিনি ঘুমের মধ্যে মৃত্যু বরণ করেছেন। ধারনা করা হচ্ছে তিনি হার্ট এটাক করেছেন। 



No comments:

Post a Comment

চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনে পৌঁ...