Wednesday, 8 January 2025

চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি।

Friday, 27 December 2024

শরণখোলায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (
বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে চারটি ইউনিয়নের কমিটির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক উপজেলা আহবায় কমিটির সদস্যদের সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচ রাস্তার মোড়ে হারুন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন বাগেরহাট -৪ মনিটরিং টিম কমিটির আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন বাগেরহাট-৪ এর মনিটরিং টিম কমিটির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু, শেখ আব্দুল হালিম খোকন, বেগম রুনা গাজী ও হাফিজুর রহমান হাফিজ। এ সময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান মোল্লা ইসাক আলী, যুগ্ন আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী, সদস্য তালুকদার মধু। অনুষ্ঠানে বক্তারা গত সতেরো বছর স্বৈরশাসকদের মদন পুষ্ট হয়ে যে সকল বিএনপি'র নেতাকর্মী ফ্যাসিজ আওয়ামী লীগের সাথে আঁতাত করে স্বার্থসিদ্ধি করেছে তাদেরকে দলের কমিটিতে অন্তর্ভুক্তি না করার ঘোষণা দেন। এছাড়া দলের দুঃসময়ে যারা হামলা মামলা ও জেল খেটেছেন সেই সকল ত্যাগী নেতাকর্মীদের খুজে বের করে কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ সকলকে ধৈর্য ধারণ করে দলের জন্য কাজ করার আহ্বান জানান এবং চারটি ইউনিয়নে চারটি কমিটি গঠন করেন। যার মাধ্যমে ৩৬টি ওয়ার্ড বিএনপি'র পরীক্ষিত নেতাকর্মীদের বাছাই করে তালিকা করে আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব এর কাছে হস্তান্তর করার জন্য আহ্বান জানান।

Thursday, 26 December 2024

শার্শার বেনাপোলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি নারী আটক

যশোরের বেনাপোল সিমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, কম্বল ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশী নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বেনাপোল সিমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য মালমাল জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি'র আভিযান কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল বিওপি, শিকারপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।মোট ১৮,৯২,০০০ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কিটনাশক, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। অপর একটি অভিযানে শিকারপুর বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ২জন বাংলাদেশি নারীকে আটক করা হয়। বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এ ছাড়া ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন স্থানীয় জনগণ।

দুমকীতে আটক বাগেরহাটের কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতাঃ
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে(৩৮) পটুয়াখালীর দুমকী থেকে আটক করেছে পুলিশ। গত বুধবার(২৫ ডিসেম্বর)দিবাগত রাতে তাকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। জানা যায়, বুধবার তিনি স্বপরিবারে কুয়াকাটায় অবস্থানকালে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রতিপক্ষটের পেয়ে তাকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত প্রাইভেটকার যোগে অবস্থান ত্যাগ করেন। কুয়াকাটা থেকে দ্রুত আসার সময় ব্রীজের টোল না দিয়ে তিনি পালিয়ে আসেন। ঘটনাটি লেবুখালি টোলে জানালে তারা স্থানীয়দের সহযোগীতায় গাড়িটি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দুমকী থানায় নিয়ে আসে। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কচুয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই লাগাতার কর্মবিরতি শুরু হয়। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে। এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখার সাধারন সম্পাদক মো. আনোয়ার চৌধুরী জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের শনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে এই কর্মবিরতি শুরু হয়। রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. মামুন হাওলাদার বাদশা বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এজন্য রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালনের জন্য বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সব বেসিক ইউনিয়ন ও শাখাগুলোর নেতারা শ্রমিকদের আহ্বান জানান।

Wednesday, 25 December 2024

নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা


 


আলী আজীম,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি:


ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে বাগেরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘Enhancing Safe Drinking Water Security and Climate Resilience through Rainwater Harvesting’ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর-রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। 

তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলার ৬টি ইউনিয়ন চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী, সুন্দরবন ও বুড়িরডাঙ্গার মোট ৭২হাজার ৩৬০জন মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ৯হাজার ৯৩৫টি খানা, ৩৫টি কমিউনিটি ও প্রতিষ্ঠানভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ৪টি ভূপৃষ্ঠস্থ পানি শোধনের ব্যবস্থা হিসেবে সৌরশক্তিচালিত পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন করা হয়েছে। এছাড়া ৫৪টি ক্লাইমেট অ্যাকশন গ্রুপ ও ৬টি ক্লাইমেট ইয়ুথ গ্রুপ গঠন করে কমিউনিটির প্রায় ২হাজার মানুষকে সংগঠিত করা হয়েছে। 

কর্মশালায় প্রকল্পটির বিস্তারিত কার্যক্রম ও অর্জনসমূহ উপস্থাপন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর-রহমান। সমাপনী বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

মোংলা উপজেলার জলবায়ু বিপদাপন্ন মানুষের নিরাপদ পানীয় জলের সমস্যা নিয়ে ২০১৯সাল থেকে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে ও খাবার পানির সংকট তীব্র হচ্ছে। এই সংকট মোকাবিলার সবচেয়ে উপযোগী উপায় হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনে সহায়তা করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও ডেনমার্ক সরকার। ’Enhancing Safe Drinking Water Security and Climate Resilience through Rainwater Harvesting’ প্রকল্পের আওতায় ৭২ হাজার ৩৬০ জন মানুষের হাতের কাছে পৌঁছে গেছে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা। ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের সহযোগিতায় প্রকল্পটি ২০২২সালের জানুয়ারি থেকে ২০২৪সালের ডিসেম্বর পর্যন্ত বাগেরহাট জেলার মোংলা উপজেলায় বাস্তবায়ন করা হয়েছে।


এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মোংলা উপজেলার জনগোষ্ঠীদের জন্য হাতের নাগালে নিরাপদ খাবার পানির বন্দোবস্থ করে তাদের জীবনমান উন্নত করার এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যা অন্য এলাকাতেও রূপায়ণযোগ্য। অনুষ্ঠানে প্রজেক্ট লিড উম্মে তানিয়া সুলতানা, প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুর রহমান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ব্র্যাক উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


শরণখোলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ঘুমের মধ্যে মৃত্যু

 

  শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে চিকিৎসাধিন থাকার পর ঘুমরত অবস্থায় কাজল রানী বিশ্বাস(৫৫) নামের এক মহিলা মৃত্যু বরণ করেছে। গত (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করে। 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালি গ্রামের হরষিত বিশ^াসের স্ত্রী কাজল রানী বিশ্বাস গত ১৭ ডিসেম্বর জ¦রে আক্রান্ত হয়। পরে চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তিনি জেঙ্গুতে আক্রন্ত। কাজল রানীর ছেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকায় তাকে গত ২৩ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

ছেলে পল্লব বিশ্বাস জানায়, তার মায়ের গত একদিন আগে ডেঙ্গু নেগেটিভ আসলেও তিনি কাশির সমস্যায় ভুগছিলেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার মা ঘুমিয়ে পড়লে বাবা হাসপাতালের বাহিরে ব্যক্তিগত কাজে বের হন। পরে পল্লব বিশ^াস হাসপাতালের বেডে এসে ঘুমরত মাকে ডাকাডাকি করলে তিনি সাড়া না দেওয়ায় ডাক্তার ডাকেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, পরীক্ষা নিরিক্ষার টেষ্টে কাজল রানীর প্লাটিলেট ১ লক্ষ ৩২ হাজার ছিলো এবং অন্যান্য উপসর্গও ভালো ছিলো। তিনি ঘুমের মধ্যে মৃত্যু বরণ করেছেন। ধারনা করা হচ্ছে তিনি হার্ট এটাক করেছেন। 



চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনে পৌঁ...