Thursday, 26 December 2024
মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই লাগাতার কর্মবিরতি শুরু হয়। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে।
এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখার সাধারন সম্পাদক মো. আনোয়ার চৌধুরী জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের শনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে এই কর্মবিরতি শুরু হয়। রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. মামুন হাওলাদার বাদশা বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এজন্য রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালনের জন্য বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সব বেসিক ইউনিয়ন ও শাখাগুলোর নেতারা শ্রমিকদের আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনে পৌঁ...

-
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর(৭নং ওয়ার্ড) কৃতি সন্তান ডক্টর মো: বদিউজ্জামান (সোহাগ)অস্ট্...
-
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে চিকিৎসাধিন থাকার পর ঘ...
-
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্...
No comments:
Post a Comment